
Book Your Seat
ডিজিটাল মার্কেটার হিসেবে কেন আপনার RPL কোর্স টা করা জরুরীঃ
- ১. NSDA কর্তৃক প্রদত্ত সার্টিফিকেটটি বিশ্বের ১৩২টি দেশে স্বীকৃত।
- ২. বিভিন্ন ধরনের সরকারি/বেসরকারি প্রজেক্টে ট্রেইনার হিসেবে চাকরি পাওয়ার সুযোগ।
- ৩. বিভিন্ন ধরনের টেকনিক্যাল স্কুলে চাকরি পাওয়ার সুযোগ।
- ৪. NSDA এর অ্যাসেসর হয়ে কাজ করার প্রথম ধাপ হলো Skill Level 3 করা থাকতে হবে।
- ৫. RPL আপনার কর্মজীবন জুড়ে আপনার অর্জিত দক্ষতা, বাস্তব অভিজ্ঞতা এবং জ্ঞানকে স্বীকৃতি দেয়, এটি আপনার দক্ষতা বিকাশে মূল্য দেয়।
- ৬. বর্তমানে বাংলাদেশ সরকারের পদক্ষেপ গ্রহণের ফলে RPL কোর্সের ৬টি লেভেলের মাধ্যমে বেসিক থেকে শুরু করে skilled, semi-skilled, higher-skilled এবং ডিপ্লোমা পর্যন্ত সমমান ডিগ্রি প্রদান করা হয়।
- ৭. একজন RPL কম্পিটেন্ট ব্যক্তি তার দক্ষতা অনুযায়ী চাকরিতে আবেদন করলে তার আলাদা করে পরীক্ষা দেওয়ার কোনো প্রয়োজন হয় না কারণ সে সরকার কর্তৃক স্বীকৃত।
- ৮. অনেক সময় সরকারের দেশে বিদেশে অনেক কর্মী প্রয়োজন হয় সে ক্ষেত্রে আরপিএল প্রাপ্ত ডাটাবেজ থেকে তারা সহজেই কর্মীদের নিয়ে নেয়|
* নূন্যতম ১০জন ভর্তি হওয়া সাপেক্ষে NSDA এর সিডিউল অনুযায়ী এসেসমেন্ট হবে।
যোগ্যতা: Minimum 1 Year Working Experience In The Related Sector. Manage and Create Ad Campaign, Local SEO Techniques, Identify and setup Google Webmaster Tool and Google Analytics, Email Marketing, Video Marketing, MS Office, Basic Internet
যোগ্যতা: Minimum 1 Year Working Experience In The Related Sector. Manage and Create Ad Campaign, Local SEO Techniques, Identify and setup Google Webmaster Tool and Google Analytics, Email Marketing, Video Marketing, MS Office, Basic Internet