
Book Your Seat
গ্রাফিক্স ডিজাইনার হিসেবে কেন আপনার RPL কোর্স টা করা জরুরীঃ
- ১. NSDA কর্তৃক প্রদত্ত সার্টিফিকেটটি বিশ্বের ১৩২টি দেশে স্বীকৃত।
- ২. বিভিন্ন ধরনের সরকারি/বেসরকারি প্রজেক্টে ট্রেইনার হিসেবে চাকরি পাওয়ার সুযোগ।
- ৩. বিভিন্ন ধরনের টেকনিক্যাল স্কুলে চাকরি পাওয়ার সুবিধা।
- ৪. NSDA এর অ্যাসেসর হয়ে কাজ করার প্রথম ধাপ হলো Skill Level 3 করা থাকতে হবে।
- ৫. RPL আপনার কর্মজীবন জুড়ে আপনার অর্জিত দক্ষতা, বাস্তব অভিজ্ঞতা এবং জ্ঞানকে স্বীকৃতি দেয়, এটি আপনার দক্ষতা বিকাশে মূল্য দেয়।
- ৬. বর্তমানে বাংলাদেশ সরকারের পদক্ষেপ গ্রহণের ফলে RPL কোর্সের ৬টি লেভেলের মাধ্যমে বেসিক থেকে শুরু করে skilled, semi-skilled, higher-skilled এবং ডিপ্লোমা পর্যন্ত সমমান ডিগ্রি প্রদান করা হয়।
- ৭. একজন আরপিএল কম্পিটেন্ট লোক তার দক্ষতা অনুযায়ী কোন জায়গায় আবেদন করলে তার আলাদা করে পরীক্ষা দেওয়ার কোনো প্রয়োজন হয় না কারণ সে সরকার কর্তৃক স্বীকৃত।
- ৮. অনেক সময় সরকারের দেশে বিদেশে অনেক কর্মী প্রয়োজন হয় সে ক্ষেত্রে আরপিএল প্রাপ্ত ডাটাবেজ থেকে তারা সহজেই কর্মীদের নিয়ে নেয়|
* নূন্যতম ১০জন ভর্তি হওয়া সাপেক্ষে NSDA এর সিডিউল অনুযায়ী এসেসমেন্ট হবে।
যোগ্যতা: Minimum 1 Year Working Experience In The Related Sector. Basic Knowledge Of Abode Photoshop, Adobe Illustrator, MS Office, Basic Internet